শ্রী পার্থ ব্যাণার্জির স্মরণে 🎗️
শ্রী পার্থ ব্যাণার্জির সঙে চিত্র ৩১ শে জানুয়ারি ২০১৮ তখন ক্লাস সেভেন এ পড়ি | পড়াশুনার চাপ কম, জটিল ক্যাল্কিউ্যলাস্ (পাথুরি) গণীতের দিন তখনো বহু দূর। রসায়ন তখনো হাজার পাতা লম্বা ফর্মুলা দিয়ে রাতের ঘুম ছিনিয়ে নেয়নি। স্কুলের দিন গুলি অা নন্দে, হেসে খেলে কেটে যায়। এমনই এক দিন অামার দেখা হয় তাঁর সাথে। খুব সাধারণ ভাবেই কেটে গিয়েছিল আমাদের প্রথম সাক্ষাৎ পর্ব। ইস্কুলের দুই বাড়ির মধ্যস্থতানে যে প্রকান্ড মাঠটি অছে, তার ঠিক মাঝ্খানে তাঁর সাথে কথা হয়। ইংরেজিতে করলেন প্রশ্ন - "Why are you out of class?" ইস্কুলে নিয়ম ছিল কড়া। ক্লাস ফাঁকি দিতে গিয়ে ধড়া পড়লে কড়া সাস্তি হবে। অবশ্য সেই দিন অমি ক্লাস ফাঁকি দিচ্ছিলাম না। বগলদাবা করা বইগুলি দেখিয়ে নিশ্চিন্তে বললাম - "I’m on my way to the computer lab. I have a class there." তিনি নিজেও কম্পিয়ুটারেরই শিক্ষক। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াতেন। তবে সেই সময় অামার বিভাগ কে পড়াতেন না। উত্তর দিয়ে যেই না দু - পা বাড়াবো, অাবার একটা কথা প্রশ্ন - "You’re Ritam, right?" আমি “Yes, Sir” বলতে, তিনি মৃদু মা...